বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও এমফিল চালুর দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সমাবর্তনে বক্তব্য দেন অধ্যাপক ড. অনুপম সেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সমাবর্তনে বক্তব্য দেন অধ্যাপক ড. অনুপম সেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গবেষণা ও উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করার লক্ষ্যে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ও এমফিল ডিগ্রি চালুর দাবি জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

রোববার (২১জুলাই) নগরের টাইগারপাস সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

অনুপস সেন বলেন, ‘আমাদের প্রায় সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মান বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। এক্ষেত্রে বেসরকারি বিশ্বিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সুযোগ দিতে হবে। গবেষণা ছাড়া কোনো পথ নেই। কিন্তু প্রকৃত অর্থে জ্ঞান সমৃদ্ধ শিক্ষক ও পরিবেশ থাকার পরও এখানে পিএইচডি ও এমফিল ডিগ্রি চালু করা সম্ভব হয়নি। আমরা এটির জোর দাবি জানাচ্ছি।’

গ্র্যাজুয়েটদের উদ্দশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘তোমরা যারা বের হয়ে যাচ্ছ, দেশে ছড়িয়ে পড়ছ, তোমরা জীবনের ক্ষেত্রে জয়ী হও। জীবনে নানা বাধা-বিপত্তি আসবে, থাকবে। এসব অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে কাজ কর। জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হও।’

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠতা ও প্রয়াত সিটি মেয়র মহিউদ্দীন চৌধুরীর অবদান স্মরণ করেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তনে বক্তা হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠতা ও উপাচার্য এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. ফরাসউদ্দীন বক্তব্য দেন।