আগামী সাত দিন ট্রাফিক সপ্তাহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: রাজধানী সহ সারাদেশে আগামীকাল থেকে পরবর্তী সাত দিন ট্রাফিক সপ্তাহ উৎযাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের  ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক আইন ব্যতয় ঘটে এমন যে কোন অপরাধ করলে, তাদের ট্রাফিক আইনের আওয়াত নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। এতে কোন ভিআইপিকে ছাড় দেওয়া হবে না।

এতে যদি আন্দোলনরত শিক্ষার্থীরা চায়, স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সহযোগিতা করতে পারে। 

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বাচ্চারা আমি আহ্বান করবো, তোমরা ঘরে ফিরে যাও। তোমাদের দেখানো পথে পুলিশ রাস্তায় শৃঙ্খলা ফিরে আনবে।