বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বান্দরবান: বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২ আগস্ট) দুপুর ১টায় বান্দরবান পৌরসভার মধ্যম পাড়ার ৪ নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে নগদ ৯ হাজার টাকা, ৩ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি সয়াবিন, ২ কেজি লবণ, ২ কেজি মুড়ি, ২ কেজি চিড়া, ২ প্যাকেট বিস্কুট দেয়া হয়।

বিজ্ঞাপন

ত্রাণ সামগ্রী বিতরণের এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, বান্দরবান সেনা জোন কমান্ডার এস এম আবদ্দুলাহ আল আমিন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পৌর মেয়র মো. ইসলাম বেবী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ আরও অনেকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/12/1534061347914.jpg

বিজ্ঞাপন

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, ‘আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। সামান্য একটু ভুলের জন্য বান্দরবানে ঘটে গেল বিশাল এই অগ্নিকাণ্ডের ঘটনা। এতে অনেকগুলো পরিবারের মাঝে নেমে এসেছে দুর্ভোগ। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বই পুড়ে যাওয়াতে তারা বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মেয়েদের নামের তালিকা করে তাদের বিনামূল্যে সকল প্রকার বই বিতরণ করার দায়িত্ব বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে।’ এ সময় সকলকে আরও সচেতন ভাবে বাসার সকল সামগ্রী দায়িত্বের সঙ্গে পরিচালনা করার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, শনিবার (১১ আগস্ট) দুপুর ১টার সময় বাসাবাড়ির বৈদ্যুতিক চুলা থেকে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়ার ৪ নং ওয়ার্ডে আগুন লাগে। এতে প্রায় ৩ শতাধিক বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির মূল্য প্রায় কোটি টাকার উপরে বলে জানায় স্থানীয়রা।