ট্রাফিক সপ্তাহ: অষ্টম দিনে মামলা ৯ হাজার ১৪৭টি
ঢাকা: রাজধানীসহ সারা দেশ জুড়ে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এই ট্রাফিক সপ্তাহের ৮ম দিনে রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯ হাজার ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ আগস্ট) ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৩ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে থাকা মাসুদুর রহমান বিষয়টি বার্তা২৪.কমকে জানান।
মাসুদুর রহমান বলেন, এদিন ট্রাফিক আইন অমান্য করার নানা অপরাধে মোট ৬০ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার ৮৬টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়। তাছাড়া ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ি চালকের বিরুদ্ধে ১ হাজার ৯৯৬টি মামলা করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত এই ‘ট্রাফিক সপ্তাহ’ আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে।