কফি আনানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শোকবার্তায় প্রধানমন্ত্রী কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কফি আনানের জন্ম ঘানায়। ১৯৩৮ সালের ৮ এপ্রিল কুমাসি এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। কফি আনান ছিলেন জাতিসংঘের নিয়মিত কর্মীদের একজন। সংস্থাটির কর্মীদের মধ্য থেকে তিনিই প্রথম মহাসচিব পদে উন্নীত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। সুইজারল্যান্ডের জেনেভায় বার্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা গেছেন নোবেলজয়ী এই ব্যক্তিত্ব। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী নানে এবং তিন সন্তান।