নেপালের তদন্ত প্রতিবেদন মিথ্যা-ভিত্তিহীন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজের দুর্ঘটনা নিয়ে নেপালের বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই দুর্ঘটনায় বাংলাদেশ তদন্ত দলের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমত উল্লাহ।

সোমবার (২৭ আগস্ট) নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টে এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করে। এতে দুর্ঘটনার জন্য এক তরফাভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বৈমানিক ক্যাপ্টেন আবিদ সুলতানকে দায়ি করে বলা হয়, বৈমানিক মারাত্মক মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। এ কারণে তিনি একের পর ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পথ ধরেই গত মার্চে ত্রিভুবন বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর নেপালি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে বাংলাদেশ দলের প্রধান ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন। তদন্ত দলের একজন সদস্য হিসেবে এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে নেপালের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এই প্রতিবেদন সঠিক নয়, এটি ভিত্তিহীন। এই দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। তাই মাঝপথে এ নিয়ে তিনি আর বিস্তারিত বলতে রাজি হননি। এ বছরের ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এই দুর্ঘটনায় ২৭ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি ও একজন চীনা যাত্রী নিহত হন। আহত হন নয় জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন মালদ্বীপের নাগরিক।

সম্প্রতি নিহত এয়ারলাইন্সের কো-পাইলট পৃথুলা রশিদসহ ৮ জন যাত্রীর পরিবাকে ক্ষতিপূরণ দিয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি। নিহতদের পরিবারের মাঝে তিন কোটি ৩৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এর আগে সেনা কল্যাণ দুর্ঘটনায় বিধ্বস্ত ইউ-এস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের ক্ষতিপূরণ হিসেবে ৬.৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের অর্থ এয়ারলাইন্সকে হস্তান্তর করে।