বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জলদস্যু নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাব-৮ এর সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম রানা (৩৬) নামে সুন্দরবনের এক জলদস্যূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৮ এর সিইও আতিকা ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলদস্যু বলেশ্বর নদের মাঝেরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু নওয়া বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে।

পরে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের এক পর্যায়ে জলদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে রানার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে র‌্যাব।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি ওয়ান শুটারগানসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।