ক্রেতাদের হাতে নোট নাইন তুলে দিল স্যামসাং
বহুল প্রতীক্ষিত নতুন গ্যালাক্সি নোট নাইন বাংলাদেশের ক্রেতাদের হাতে তুলে দেয়া শুরু করেছে স্যামসাং। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্যামসাং-এর ব্র্যান্ড স্টোরে আজ বুধবার (৫ সেপ্টেম্বর) থেকে প্রি-অর্ডার করা নোটগুলো তুলে দেয়া শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া স্যামসাং-এর প্রিমিয়াম সিরিজের নতুন গ্যালাক্সি নোট নাইনের প্রি-অর্ডারে ক্রেতা সাধারণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে । আগের যেকোনো সময়ের তুলনায় নোট নাইনের ক্ষেত্রে প্রি-অর্ডার সংখ্যা কল্পনাতীত, আর তাই ক্যাম্পেইন শেষ হওয়ার আগেই নোট নাইনের স্টক শেষ হয়ে যায়। প্রায় ২০০০ জনেরও বেশি আগ্রহী ক্রেতা নতুন এ ডিভাইসটির জন্য প্রি-অর্ডার দিয়েছিল। এছাড়া সৌভাগ্যবান ২১জন প্রি-অর্ডার দেয়া ক্রেতা ফ্রি গিফট হিসেবে আরো একটি গ্যালাক্সি নোট নাইন হাতে পেতে যাচ্ছেন। পাশাপাশি অন্যান্য প্রি-অর্ডার দেয়া ক্রেতারা উপহার হিসেবে একটি জেবিএল ফ্লিপ ফোর স্পিকার অথবা একটি ওয়্যারলেস চার্জার পেয়েছেন।
অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব বিজনেস মুইদুর রহমান বলেন, ‘নোট নাইনের জন্য প্রি-অর্ডার করা সম্মানিত ক্রেতাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রি-অর্ডারের ক্যাম্পেইনটি শতভাগ সফল যা প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পার্টনার রবি, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পিকাবু এবং বিকাশকে যাদের জন্য আমাদের এ ক্যাম্পেইন সফল হয়েছে। প্রি-অর্ডার করা ক্রেতাদের হাতে গ্যালাক্সি নোট নাইন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’
প্রি-অর্ডার দেয়া ক্রেতাদের হাতে নোট নাইন তুলে দেয়ার মধ্য দিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট নাইনের বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে। চলতি মাসের মধ্যেই গ্যালাক্সি নোট নাইন দেশব্যাপী স্যামসাং-এর অফিসিয়াল স্টোর থেকে ক্রয় করতে পারবেন ক্রেতারা। এছাড়াও টেলিকম অপারেটর রবি এবং গ্রামীণফোন গ্যালাক্সি নোট নাইন ক্রয়ের সঙ্গে ফ্রী ইন্টারনেট ডাটা প্রদান করবে। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, অশান ব্লু এবং মেটালিক কপার রং-এ পাওয়া যাবে। ডিভাইসটির বাজারমূল্য ৯৪ হাজার ৯০০ টাকা মাত্র।