সাইড ফিঙ্গার প্রিন্ট আনছে স্যামসাং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাইড ফিঙ্গার প্রিন্ট আনছে স্যামসাং, ছবি: সংগৃহীত

সাইড ফিঙ্গার প্রিন্ট আনছে স্যামসাং, ছবি: সংগৃহীত

চীনের স্মার্টফোন কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিতে স্যামসাং নিয়ে আসছে নতুনত্ব। এবার ফোনের বাম্পার বা পাশে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা সম্বলিত ডিভাইস উন্মোচন করবে স্যামসাং। ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বাজেটে গ্যালাক্সি জে৬ প্লাস আর গ্যালাক্সি জে৪ প্লাস এই ফোন দু’টি উন্মোচন করবে স্যামসাং। এই প্রথম কোনো ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাবে।

অন্যদিকে গ্যালাক্সি জে৪ প্লাস ফোনে এমন একাধিক কিছু ফিচার থাকবে যা তরুণ প্রজন্মকে আর ভালো করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করবে। এই বছরের শুরুতে গ্যালাক্সি জে৬ আর জে৮ মিডরেঞ্জ ফোন দু’টি উন্মোচন করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। জুলাই মাসে ভারতে বিশ লাখ গ্যালাক্সি জে৬ আর জে৮ বিক্রি করেছিল স্যামসাং।

বিজ্ঞাপন

প্রসঙ্গত ভারত এবং বাংলাদেশে জে সিরিজের ফোনগুলো গ্যালাক্সি ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন।