মোবাইল হ্যাক করতে হ্যাকারদের নতুন ফাঁদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল প্লে মার্কেটপ্লেস

গুগল প্লে মার্কেটপ্লেস

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ডিভাইস  হ্যাক করতে নতুন ফাঁদ পেতেছে হ্যাকাররা। ‘গুগল প্লে মার্কেটপ্লেস’ নামে একটি ম্যালওয়্যার দিয়ে পাতা হয়েছে এই ফাঁদ, যা দেখতে হুবহু গুগল প্লে-স্টোর এর মত। এমনকি গুগল প্লে-স্টোর এর আইকন নকল করে তৈরি হয়েছে ‘গুগল প্লে মার্কেটপ্লেস’ এর আইকন।

নতুন এই ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করার পরিকল্পনা করেছে।

বিজ্ঞাপন

বিপদজ্জনক এই ম্যালওয়্যারের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে আপনার ফোন ক্লোন  হওয়া সহ যে কোন ব্যাংকিং  ট্রানজাকশানের সব বিবরন সহজেই পৌঁছে যাবে হ্যাকারের হাতে। এমনকি  ভবিষ্যতে এই ট্রোজান ডিভাইসে আরও ক্ষতি ডেকে আনতে পারে।

এক ব্লগ পোস্টে জানানো হয়েছে এই ট্রোজান ক্রমশ ক্ষতিকারক হয়ে ওঠার ক্ষমতা রাখে । ভবিষ্যতে নতুন .এনইটি কোডের মাধ্যমে এই ট্রোজান আরও বিশাল আকার ধারণ করতে পারে। অর্থাৎ এই ট্রোজান কোন ভাবে আপডেট না করেই নিজে থেকে এই ট্রোজানের ভিতরে নতুন কোড ঢুকিয়ে একে আরও শক্তিশালী করে তুলতে পারেন হ্যাকাররা।

বিজ্ঞাপন