শুক্রবার থেকে শুরু হলো আইফোন আর-এর প্রি অর্ডার
বিশ্বের ৭১টি দেশে শুক্রবার( ১৯ অক্টোবর) থেকে শুরু হলো আইফোন ১০আর ( iphone 10R) এর প্রি-অর্ডার। যা গ্রাহকরা হাতে পাবেন ২৬ অক্টোবর থেকে।
বাজারে ছাড়ার ঘোষণার এক মাসের কিছু সময় পর ‘স্বল্প দামের’ আইফোনটির প্রি-অর্ডার নিতে যাচ্ছে মার্কিন জায়ান্ট অ্যাপল। অ্যাপল জানায়, মূলত লিকুইড এলসিডি রেটিনা ডিস্প্লে এর সাথে সফটওয়্যার জনিত সমস্যার কারণে ফোনটির প্রি অর্ডার নিতে দেরি হলো। একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন আইফোনটির প্রি-অর্ডার সম্পর্কে জানিয়েছে অ্যাপল । প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার বিশ্বের ৭১ দেশে শুরু হবে প্রি-অর্ডার নেওয়া। এছাড়াও নভেম্বরের ১ তারিখ একটি ও ২ নভেম্বর আরও ১২ দেশে শুরু হবে এর প্রি-অর্ডার।অ্যাপল প্রত্যাশা করছে, আইফোন ১০আর (iphone 10R) হতে পারে সবচেয়ে বেশি বিক্রিত আইফোনগুলোর একটি।
ইতোমধ্যে ফোনটির ফিচার গ্রাহকদের আকৃষ্ট করেছে। এমনকি আইফোন ৮( iphone 8) থেকে অনেকেই আইফোন ১০আর (iphone 10R) এও চলে আসতে পারেন বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। আইফোন ১০আর (iphone 10R) এ রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি লিকুয়েড রেটিনা এলসিডি ডিসপ্লে। পিছনে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্যামেরা, এতে পোর্ট্রেট মোডে ছবি তোলার সুবিধা রয়েছে। আইফোন ১০এস-এর মতো এতে ফেইস আইডি সুবিধাও আছে।প্রসেসর রয়েছে এ১২ বায়োনিক চিপের। অপারেটিং সিস্টেম থাকছে আইওএস ১২।তিনটি সংস্করণে পাওয়া যাবে ফোনগুলো। ৬৪ জিবি সংস্করণ ৭৪৯ মার্কিন ডলার, ১২৮ জিবি ৭৯৯ এবং ২৫৬ জিবি সংস্করণের আইফোন মিলবে ৮৯৯ ডলারে। স্বল্প দামের সিরিজি বলা হলেও প্রায় ১ লাখ টাকার কাছাকাছি মুল্যে ভারতে প্রি অর্ডার শুরু হয়েছে।