ঢাবিতে প্রযুক্তি মেলা ২৮ অক্টোবর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পঞ্চমবারের মতো দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রোববার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) আয়োজনে শুরু হবে এই উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত দুই দিনের এই উৎসবে প্রকল্প প্রদর্শন, অ্যাপস তৈরি, উদ্ভাবনী ভাবনা, কুইজ এবং গেইমিংসহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। উৎসবের নিবন্ধন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজনের বিস্তারিত জানতে এবং নিবন্ধন করতে আগ্রহী শিক্ষার্থীরা  এই ঠিকানায়   ঘুরে আসতে পারেন।

ডিইউআইটিএস সভাপতি সাদেকুল ইসলাম বলেন,  আগের বছরগুলোর তুলানায় এবারের আয়োজন আরও বড় হবে। আমরা চাই শিক্ষার্থীরা এই উৎসবে আরও বেশি করে অংশগ্রহণ করুক। এবারের উৎসবের প্রধান সহযোগী মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং অন্যতম সহযোগী সরকারের বিডিরেন প্রকল্প এবং ফ্লোরা লিমিটেড।

বিজ্ঞাপন