ট্রাক লোড ও  গ্রামীণফোনের মধ্যে চুক্তি সাক্ষর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাক লোড ও  গ্রামীণফোনের মধ্যে চুক্তি সাক্ষর

ট্রাক লোড ও  গ্রামীণফোনের মধ্যে চুক্তি সাক্ষর

সুলভ মুল্যে সেবা গ্রহণ করতে ট্রাক লোডের  সাথে গ্রামীণফোন একটি  চুক্তি সাক্ষর করেছে।

শনিবার( ২৭ অক্টোবর)  মোবাইল অপারেটর গ্রামীণফোনের  বিজনেস সলিউশনস প্যাকেজের আওতায় পরিপূর্ণ যোগাযোগ সুবিধা দিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাক লোড এর ব্যবস্থাপনা পরিচালক তায়সির হোসেন এবং গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট বিজনেস মোঃ নাসার ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

 চুক্তির অধীনে ট্রাক লোড লিঃ কে তার প্রয়োজন অনুযায়ী ভয়েস, ডাটা এবং অন্যান্য সেবা সহ পরিপূর্ণ যোগাযোগ সুবিধা দেয়া হচ্ছে। ট্রাক লোড তার বিভিন্ন ব্যবসায়ের মধ্যে সুলভে কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপনে এসব সেবা ব্যবহার করবে।

ট্রাক লোড লিঃ এর চেয়ারম্যান নাফিস খন্দকার, পরিচালক মিজ সোহানা রউফ চৌধুরী, পরিচালক জাবিদ হোসেন, র্‌্যাংগস মটরস এর গ্রুপ সিএমও তারেক আবদুল্লাহ আল মুনিম, গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান,  হেড অফ এন্টারপ্রাইজ বিজনেস অর্ঘ বসু, হেড অফ স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস মোঃ রাজিব খান এবং টেলিনর হেলথ এর সিইও সাজিদ রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন