উপরে নিচে নচ সহ নতুন ফোন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন লঞ্চ হওয়া শার্প একোয়াস কম্প্যাক্ট আর ২

নতুন লঞ্চ হওয়া শার্প একোয়াস কম্প্যাক্ট আর ২

 

দুটি নচ সহ লঞ্চ হলো শার্প এর নতুন ফোন একোয়াস আর ২ কম্প্যাক্ট (Sharp Aquos R2 Compact)। দুটি নচ এর অর্থ হচ্ছে এই ফোনের উপরে ও নীচে দুই জায়গাতেই দেখা যাবে নচ। এতদিন সব ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে। এই প্রথম কোন ফোনের উপরে ও নীচে দুটি নচ দেখা গেল।

বিজ্ঞাপন

শনিবার(১৭ নভেম্বর) জাপানের একটি টেক ফেয়ারে এই ফোন দুটি লঞ্চ করে শার্প ।যদিও  জানুয়ারি মাস থেকে বানিজ্যিক ভাবে  জাপানে এই ফোন বিক্রি শুরু হবে জানায় প্রযুক্তিপন্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

যা যা থাকছে এই ফোনেঃ

স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সম্বলিত ৫.২ ইঞ্চি  ফুল এইচডি ডিসপ্লের শার্প একোয়াস আর২ কম্প্যাক্ট ফোনটিতে রয়েছে ২২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এর ফোনটির স্টোরেজ এক্সটার্নাল মেমোরি কার্ড দিয়ে বাড়িয়ে নেয়া যাবে ৫১২ জিবি পর্যন্ত।

আর কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ ভার্সন ৫.০ , ওয়াইফাই , ইউএসবি টাইপসি পোর্ট।

ফোনটিতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও থাকছে মাত্র ২৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।

ফোনটির ওজন ১৩৫ গ্রাম।

জাপানের বাজারের জন্য লঞ্চ হওয়া এই ফোনের দাম এখনো জানায়নি শার্প টেকনোলজিস।