এখন থেকে ২৫ মিনিটে পাওয়া যাবে এমএনপি সেবা
মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এক নম্বরে অন্য অপারেটরের সেবা(এমএনপি) এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ মিনিটে ।এজন্য গ্রাহককে কাঙ্খিত অপারেটরের সেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফি প্রদান ও পুরনো সিম বদল করে নতুন সিম নিতে হবে।
বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) দিবাগত রাত থেকে এই সেবা চালু হবে বলে জানা যায়।
এর আগে এমএনপি সেবা পেতে আবেদনের পর ১ ঘন্টা সময় লাগতো সার্ভার ক্লিয়ারেন্স পেতে কিন্তু এখন ২৫ মিনিটের মধ্যেই গ্রাহককে অপারেটর পরিবর্তনের ক্লিয়ারেন্স দেয়া সম্ভব হবে। এর ফলে সময় সাশ্রয় এর পাশাপাশি নিশ্চিত হলো দ্রুততর সেবা। এরপর গ্রাহক সেবা নেয়া শুরু করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে তিনি আর অপারেটর পরিবর্তন করতে পারবেন না।
গত ২১ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমএনপি সেবা চালু করেন । এমএনপি সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি এই সেবা দিচ্ছে।
গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি টেলিটেককে মোবাইল অপারেটরদের মাধ্যমে দেশে এমএনপি সেবা প্রদানের লক্ষ্যে লাইসেন্স প্রদান করা হয়।
বর্তমানে ৭২ দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।