শুরুতেই জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মার্টাফোন ও ট্যাব এক্সপো’/ছবি: বার্তা২৪

স্মার্টাফোন ও ট্যাব এক্সপো’/ছবি: বার্তা২৪

সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেটের সমাহার নিয়ে ‘শুরু হয়েছে টেকশহর স্মার্টাফোন ও ট্যাব এক্সপো’। আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের ১১তম আয়োজনে এই মেলা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি ) চলছে এই মেলার আয়োজন । সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দেখা যায় প্রযুক্তিপ্রেমীদের প্রচুর ভিড়।

বিজ্ঞাপন

দর্শনার্থীদের সুবিধার্থে মেলাটি সকাল দশটা থেকে শুরু হলেও মেলার উদ্বোধন হবে বিকাল ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/10/1547108400789.jpg

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী শুরু হয় এই নামীদামী সব দেশি-বিদেশি স্মার্টফোন ব্র্যান্ড অংশ নিচ্ছে। সঙ্গে থাকছে ব্র্যান্ডগুলোর নানান ধরনের অফার। মূল্যছাড়ের পাশাপাশি গিফট বক্স, র‍্যাফেল ড্র ও প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।

মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের স্টল থাকবে।

মেলায় বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

এ ছাড়া প্রতিদিনের আপডেট পাওয়া যাবে মেলার ইভেন্ট পেইজে। ইতোমধ্যে পেইজটিতে কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরষ্কার।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।