শৌখিন হলে আপনার জন্য এই আইফোন!
আপনি কি শৌখিন? সবার থেকে একটু আলাদা থাকতে চান? সেই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবার বিলাসী ক্রেতাদের জন্য রাশিয়ার কোম্পানি ক্যাভিয়ার এনেছে স্বর্ণ ও হিরা দিয়ে নকশা করা আইফোন।মূলত শৌখিন নারী ক্রেতাদের কথা ভেবে বাজারে ছাড়া হয়েছে ফোনগুলো।
সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে প্রিমা কালেকশন নাম দিয়ে আইফোন ১০এস ও আইফোন ১০এস ম্যাক্সের নতুন তিনটি নকশার আইফোন বাজারে এনেছে কোম্পানিটি।
ফোনের পেছনের ডিজাইনগুলো করা হয়েছে ব্যালে নাচের সোয়ান লেক, স্লিপিং বিউটি ও লাবিয়াদার মূদ্রার অনূকরণে।
প্রতিটি নকশায় ব্যবহার করা হয়েছে ২০ টিরও বেশি হিরার টুকরা। হাতে তৈরি করায় একটি ফোন তৈরিতে সময় লেগেছে ১২ দিন।
আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স আরোরা ফোনের দাম ধরা হয়েছে ৬ হাজার ৩৮০ ডলার (৫ লাখ ২৯ হাজার টাকা)।
আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স আদিয়াত সংস্করণের দাম ধরা ৬ হাজার ৪৯০ ডলার (৫ লাখ ৩৮ হাজার টাকা)।
বাহারি রঙের আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স সংস্করণ নিকিয়ার দাম ধরা হয়েছে৬৭৬০ ডলার (৫ লাখ ৬১ হাজার টাকা)। স্বর্ণ ও হীরা ছাড়া ফোনে আর কোনও পরিবর্তন আনা হয়নি। ফোনটি আর দশটা সাধারণ আইফোন ১০এস ও ১০এস ম্যাক্সের মতো সব ফিচার থাকবে।
ফোনগুলো কিনতে ভিজিট করতে হবে ক্যাভিয়ারের ওয়েবসাইটে। তবে এরকম দামী রত্ন পাথরের ফোনগুলো বাংলাদেশে আনতে হবে কিভাবে তা জানা যায়নি এবং তা আনলে কাস্টমসের মুখোমুখি হতে হবে কিনা তাও জানা যায়নি।