ফেসবুকে সব প্রশ্নের উত্তর দেয়ায় রবির নতুন স্বীকৃতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফেইসবুক পেজে গ্রাহকদের প্রশ্নের সব উত্তর দেওয়ায় সোশ্যালবেকার্সের কাছ থেকে সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে রবি ও এয়ারটেল।

রোববার(৩ মার্চ)  বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যালবেকার্স তাদেরকে এ স্বীকৃতি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের পর্যালোচনা অনুযায়ী এ স্বীকৃতি দেয় সংস্থাট। 

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/03/1551621907176.jpg

দেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেয়ারও স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা ও এয়ারটেল বাজ ফেইসবুক পেইজ।

বিজ্ঞাপন

রবি’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সোশ্যালবেকারস রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডকেই ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্রান্ড’র স্বীকৃতি দেয়ায় আমরা অনুপ্রাণিত। আমরা মনে করি পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি।