সরাসরি দেখুন পপ-আপ সেলফির অপো ১১ প্রো এর লঞ্চিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

লঞ্চ হতে যাচ্ছে  ডুয়াল রিয়ার ক্যামেরা ও  সাথে পপ-আপ সেলফির অপো ১১ প্রো ।

মঙ্গলবার ( ৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় মুম্বাইতে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন।

বিজ্ঞাপন

সম্ভাব্য ফিচারঃ

ক্যামেরা জন্য সেরা বলা হয় অপো কে। আর সে কথা মাথায় রেখেই হয় অপো এর প্রত্যেকটি হ্যান্ডসেটেই ক্যামেরার জন্য থাকে নিত্যনতুন ফিচার। এবারের অপো এফ১১ প্রো তে থাকতে পারে

বিজ্ঞাপন

কম আলোতে ভালো ছবি তোলার জন্য সুপার নাইট মোড, যার রিয়ার ক্যামেরায় থাকবে ৪৮  মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারআর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই  ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ১৬ মেগাপিক্সেলের  পপ-আপ সেলফি ক্যামেরা যদিও তা ইতিমধ্যে অন্য প্রায় অনেক হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি নিয়ে এসেছে। ৬.৫ ইঞ্চি ফুল ভিউ নচ ডিসপ্লে এর ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক হেলিও পি৭০ প্রসেসর । এটি পাওয়া যাবে ৬ জিবি ৬৪ জিবি ভার্সনে। এছাড়াই এতে থাকবে অপোর ফ্ল্যাগশিপ ফিচার ভিওসিসি ফাস্ট চার্জিং সুবিধা। এর সব গুলো ফোনই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স  সমৃদ্ধ।

অপো জানিয়েছে এর দাম হতে পারে ১৫ থেকে ২২ হাজার রুপির মধ্যে। যদিও এর মধ্যে স্যামসাং তার এ সিরিজ নিয়ে মার্কেটে রাজত্ব করছে ।তবে দেখার বিষয় কি কি আনতে যাচ্ছে অপো।