কিডনি প্রতিস্থাপনে ড্রোন
বর্তমান প্রযুক্তির কল্যাণে নিত্য দিনের প্রয়োজন ছাড়াও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ ড্রোন প্রযুক্তিও এখন চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবহিকতায় জীবন বাঁচাতে ব্যবহার হলো ড্রোন।
আমেরিকার মেরিল্যান্ডে এক হাসপাতালে ট্রিনা গ্লিবসি নামের এক রোগীর জন্য কিডনি সরববরাহে ব্যবহার করা হয় ড্রোন। বিগত আট বছর ধরে কিডনি স্থাপনের জন্য অপেক্ষায় ছিলেন আমেরিকার বাল্টিমোর প্রদেশের ৪৪ বছর বয়সী এই বাসিন্দা।
তিনি বিবিসি কে বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের জন্য ড্রোন যোগে কিডনি সরবরাহ করা একটি বিস্ময়কর বিষয়, যা হয়ত আমরা বছর খানেক আগে কল্পনাও করতে পারতাম না।’
আন্তর্জাতি অঙ্গ প্রতিস্থাপন সংস্থার জরিপ অনুসারে, ২০১৮-তে এক লাখ ১৪ হাজার মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় রয়েছেন। এরমধ্যে ১.৫ শতাংশ অঙ্গ এখনো নির্দিষ্ট রোগীদের কাছ সরবরাহ করা যায়নি এবং ৪ শতাংশ রোগীদের কাছে তা পৌঁছালেও অনেক সময় বিলম্ব হচ্ছে।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিনের সহকারী অধ্যাপক জোসেফ স্কেলিয়া বলেন, ‘মানুষকে অঙ্গ দান করা এবং তা সঠিকভাবে যত্নসহকারে পৌঁছে দেওয়া একটি মহৎ কাজ। কিন্তু তা নিরাপদে পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়।’
দ্যা লিভিং লিগেসি ফাউন্ডেশন এর কর্মকর্তা চার্লি অ্যালেকজান্ডার বলেন, ‘আমরা যদি ড্রোনের সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে অঙ্গ পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আরও দুর্গম এলাকা গুলোতেও এই সেবা পৌঁছে দিতে পারব।’
সূত্র- বিবিসি