গুগলের ডুয়োর ভিডিও নিয়ে বিতর্ক

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরো বিশ্ব এখন কাঁপছে ক্রিকেট বিশ্বকাপের (২০১৯) উন্মাদনায়। সেই সাথে বিভিন্ন কোম্পানি এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চলছে ব্যাপক প্রচারণা। দেশভিত্তিক কোম্পানিগুলো করছে নিজেদের দলের প্রচারণা।

তবে এই প্রচারণায় বেকায়দায় পড়েছে টেক জায়ান্ট গুগল। ব্যক্তিক্রমধর্মী প্রচারণায় গুগল ভারতের জাতীয় দলকে বিশেষ শুভেচ্ছা জানাতে কল সার্ভিস ‘ডুয়ো’র মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা প্রচার করে। সেই বার্তা ছিল শুধু ভারতের জন্য।

বিজ্ঞাপন

কিন্তু সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও নিউজল্যান্ডের ইউজারদের কাছেও চলে যায়। ফলে অন্য দেশের মানুষের কাছে বিষয়টি দৃষ্টিকটু মনে হয়। কারণ প্রত্যেকে নিজ দেশের জাতীয় টিমের পক্ষে শুভেচ্ছা ভিডিও দেখতেই পছন্দ করেন।

এ অবস্থায় ওই ভিডিওটি নিয়ে টুইটারে সমালোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

পাঁচ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিওটিতে দেখা যায়- বিরাট কোহলি কফির মগ হাতে, সেখানে লেখা উঠছে ‘Thank you for the wishes, keep cheering for Team India on Duo’.

তবে এ বিষয়ে গুগল থেকে কোনো বিতৃতি দেওয়া হয়নি। অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়, গুগলের বিজ্ঞাপনের বিষয়টি ভুলবশত হয়েছে। মূলত তাদের টার্গেট অডিয়েন্সের সিলকশনে ভুল হওয়ায় এমনটি হয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও