আরও বাড়বে মোবাইল ফোনের দাম

  • স্টাফ করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।তাই বলা যায় আগামী অর্থবছরে মোবাইল ফোন কিনতে গ্রাহককে গুনতে হবে বর্তমানের চেয়ে দেড়গুন বেশি দাম ।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

আগে এই শুল্ক ছিল ১০ শতাংশ।এর ফলে দেশে আমদানি করা স্মার্টফোনের দাম বেশ বেড়ে যাবে।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে বলা হয়, স্মার্টফোন সমাজের বিত্তবান লোকজন ব্যবহার করে বলে এর আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করা ।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে ফিচার ফোন নিম্ন আয়ের জনগোষ্ঠি ব্যবহার করে। বর্তমানে  ফিচার ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

আইসিটি খাতের অন্যতম অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধার কারণে দেশে এর ৫-৬টি কারখানা স্থাপিত হয়েছে উল্লেখ করে এবারের বাজেটে  সেই সুবিধা রেখে সেলুলার ফোন উৎপাদনে কিছু যংন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।এছাড়া সিম ইজেক্টর পিন , ক্রিস্টাল ডায়োড, চার্জার কানেক্টর পিনের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।