হুয়াওয়ের পার্সেল ফিরিয়ে দিল ফেডেক্স
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-৩০ প্রো ডেলিভারি থেকে ফিরিয়ে দিল কার্গো সার্ভিস ফেডেক্স।
সম্প্রতি মার্কিন প্রশাসন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করলে বিশ্বের বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানগুলো তাদের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। আর চলমান এই নিষেধাজ্ঞার ফলেই এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্গো সার্ভিস ফেডেক্স হুয়াওয়ের ফোন যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে অসম্মতি জানায়।
পিসিম্যাগ কম্পিউটার ম্যাগাজিন প্রকাশক তাদের যুক্তরাজ্যের প্রধান অফিস থেকে একটি পি-৩০ প্রো নিউইয়র্কের প্রধান অফিসে ফেডেক্স কার্গো সার্ভিসে পাঠায়। কিন্তু কার্গোটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ৫ ঘণ্টা পর চলমান নিষেধাজ্ঞার ফলে ফেডেক্স ফোনটি ফিরিয়ে দেয়।
এর পরিপ্রেক্ষিতে হুয়াওয়ের মুখপাত্র টুইট বার্তায় জানান, এই নিষেধাজ্ঞা নিয়ে ফেডেক্সের ভুল ধারণা রয়েছে হুয়াওয়ে সম্পর্কে। এরমধ্যে বৈধ কোনো আইন নেই যে ফেডেক্স হুয়াওয়ের ফোন ডেলিভারি করতে পারবে না। ইউপিএস কার্গো সার্ভিস হুয়াওয়ের ডিভাইস যদি ডেলিভারি করতে পারে তাহলে ফেডেক্সরেও সমস্যা থাকার কথা না। কারণ যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ডিভাইস কার্গোতে কোন নিষেধাজ্ঞা নেই।
গত ১৬ মে হুয়াওয়েসহ আরও ৬৮টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন।
সূত্র: দ্যা ভার্জ