গার্মেন্টস কর্মীদের জন্য আরএমজি ডিজিটাল ওয়ালেট চালু
বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য চালু হলো আরএমজি ডিজিটাল ওয়ালেট।
বৃহস্পতিবার (২৭ জুন) উত্তরা বিজিএমই এ ভবনে এ ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ৪৪ লাখ শ্রমিক কাজ করে যার মধ্যে ৮০ শতাংশ নারী শ্রমিক। এই সেক্টরের কারণে যেমন কর্মসংস্থান বেড়েছে তেমনি বেড়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট। ফলে এই সেক্টরে যদি আমরা ডিজিটাল ওয়ালেট সিস্টেম চালু করতে পারি, তাহলে এই শ্রমিকদের জীবনমান বাড়বে।ডিজিটাল ওয়ালেট যদি ব্যবহার শুরু হয়ে তবে একজন শ্রমিক কখনই মধ্যসত্ত্ব ভোগীদের মধ্যে পড়বেনা। ফলে তার টাকা অপচয় কমার পাশাপাশি বাড়বে সঞ্চয়ের হার।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, আমরা যদি ক্যাশলেস বাংলাদেশ গড়তে চাই তাহলে এর বিকল্প নেই। এই ধরনের মোবাইল ব্যাংকিং এর ফলে এখন একজন শ্রমিকের অর্থনীতিক প্রোফাইল তৈরি হয়। ফলে অনেকে নিজের আর্থিক সংগতির সাথে বজায় রেখে ঋণ নিতে পারেন না। এই মোবাইল ওয়ালেটের ফলে এখন একজন শ্রমিক নিজের খরচের লাগাম টেনে ধরতে সক্ষম হবে।
আমরা চাই আগামী ঈদুল আযহার আগেই অন্তত একটি গার্মেন্টসে এই মোবাইল ওয়ালেট চালু করার এবং তাতে ঈদ বোনাস টা দেয়ার।
অনুষ্ঠানে বিভিন্ন গার্মেন্টস এবং তথ্য প্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।