স্মার্টফোনে ১৫ শতাংশ ভ্যাট পরিকল্পিত সিদ্ধান্ত
স্মার্টফোনে ১৫ শতাংশ ভ্যাট পরিকল্পিত সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, 'যারা এখনো আমদানি নির্ভর ব্যবসার কথা চিন্তা করছেন তারা নতুন করে ভাবা শুরু করুন। এখনই সময় এসেছে নিজস্ব উৎপাদনের দিকে নজর দেওয়ার। এতে স্থানীয় উৎপাদনকারীরা সকল ধরনের সুবিধা পাবেন তা আমি নিশ্চিত করে বলতে চাই।'
বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ তম স্মার্টফোন ও ট্যাব এক্সপো এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'স্মার্টফোনের ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিকল্পিত একটি সিদ্ধান্ত ছিল। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে , এই দেশ চিরকাল আমদানি নির্ভর হয়ে থাকতে পারে না। দেশ এত এগিয়ে যাবার পর উৎপাদকের দেশ হতে পারবে না, এটা মেনে নেয়া যায় না।'
মোস্তাফা জব্বার বলেন, 'দেশে ফাইভ জি সেবা দেওয়ার জন্য আমরা অবকাঠামোগতভাবে প্রস্তুত। কিন্তু সারা বিশ্বে ফাইভ জি'র প্রমিতকরণ শেষ হয়নি বলে আমরা সেই সেবার উদ্বোধন করতে পারছি না। আমি বলতে চাই, দেশে সরকার তার নিজের রূপান্তর তার কার্যক্রম পরিকল্পনা এবং জনগণকে যে সেবা দেবে তার মূল ভিত্তি হবে স্মার্টফোন। কোন একজন নাগরিক যে কোন সরকারী সেবা পাবে স্মার্টফোনে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ।'