চোখে চোখ রেখে ভিডিও কল!
যোগাযোগ ক্ষেত্রে ভিডিও কল সার্ভিস একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু থ্রীজি থেকে ৫জি বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক আসলেও ভিডিও কলিংয়ে ‘আই-কনটাক্ট’ ঠিক না থাকার সমস্যাটি রয়েই গেছে। তবে টেক জায়ান্ট অ্যাপেল তাদের নতুন ‘অপারেটিং সিস্টেম-১৩’ এ সমস্যা সমাধানে একটি স্মার্ট ফিচার যুক্ত করেছে।
মূলত, নতুন এই আপডেটে এখন থেকে ভিডিও কলিংয়ে মনে হবে দুজন দুজনের চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও বাস্তবে কিন্তু তারা স্ক্রীনে তাকিয়েই কথা বলবেন। কিন্তু অ্যাপেলর নতুন এই সিস্টেমে ‘ফেক আই-কনটাক্টের’ তৈরি হবে। আর কথা বলার সময় মনে হবে দুজনের মধ্যে ‘আই-কনটাক্ট’ হচ্ছে।
Guys - "FaceTime Attention Correction" in iOS 13 beta 3 is wild.
Here are some comparison photos featuring @flyosity: https://t.co/HxHhVONsi1 pic.twitter.com/jKK41L5ucI — Will Sigmon (@WSig) July 2, 2019
তবে এই ফিচারটি শুধুমাত্র অ্যাপেলের ডিভাইস আইফন এক্সএস এবং এক্সএস ম্যাক্স ডিভাইসে পাওয়া যাবে।
উল্লেখ্য ভিডিও কলিংয়ের সময় ইউজার যখন অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখার জন্য স্ক্রীনে তাকান তখন তাদের মধ্যে ‘আই-কন্টাক্ট’ ঠিক থাকে না। যা কথা বলার সময় একটি অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়ায়।
সূত্র: টেকক্রাঞ্চ