নোকিয়ার অভিনব ভঙ্গির ক্যামেরা ফোন!
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাপটে একসময়ের জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া মুখ থুবড়ে পড়ে। তবে বর্তমান বাজারে নোকিয়ার বেশকিছু অ্যান্ড্রয়েড ফোন ক্রেতাদের নজরে আসে। এর মধ্যে পাঁচ ক্যামেরা বিশিষ্ট নোকিয়া পিউর ভিউ-৯ বেশ আলোচিত একটি ফোন। এবার তারই ধারাবাহিকতায় সার্কেল বা বৃত্তাকার শেপের ক্যামেরা বাম্প থাকছে নোকিয়ার নতুন স্মার্টফোনে।
যদিও গুঞ্জন উঠেছিল হুয়াওয়ের মেট-৩০ প্রো তে সার্কেল শেপে ক্যামেরা সেটআপ দেখা যাবে। কিন্তু রহস্যজনকভাবে নোকিয়ার সার্কেল বাম্পের একটি ডিভাইসের ছবি ফাঁশ হয়েছে।
ধারণা করা হচ্ছে, নোকিয়ার নতুন এই স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে নোকিয়া ‘ডেয়ারডেভিল’।
ফাঁশ হওয়া ছবিতে দেখা যায়, সার্কেল শেপের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল এবং অন্য দুটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
ফুল এইচডি প্লাস ডিসপ্লের উপরের অংশে রয়েছে ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। নিরাপত্তা স্বার্থে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে।
ফোনটিকে সচল রাখতে স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি প্রোসেসর। আর চালিকা শক্তির জন্য ৩৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সূত্র: গিজচীনা.কম