ফোন ভিজলে যে ১০টি কাজ করবেন না
এই বৃষ্টির মৌসুমে আপনার হাতে থাকা প্রয়োজনীয় স্মার্টফোনটি যেকোন সময় ভিজে যেতে পারে অথবা আবার অসাবধানতাবসত পানিতে পড়ে যেতে পারে। সেই মূহুর্তে ডিভাইসটি নিজেই ঠিক করার বৃথা চেষ্টা না করে একটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
এছাড়া ফোন পানিতে ভিজে গেলে যে দশটি কাজ করবেন না-
চুল শুকানোর মেশিন ব্যবহার না করা
চুল শুকানো মেশিন দিয়ে ফোনের পানি শুকানো থেকে বিরত থাকুন। এতে ফোনের ভেতরের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে।
হেডফোন ব্যবহার না করা
ফোনটি ভেজা অবস্থায় হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এতে ফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
সিম কার্ডের ট্রে না খোলা
ফোন থেকে সিম কার্ড অথবা সিমের ট্রে খুলেতে গেলে এতে ভেতরের যন্ত্রাংশে পানি ঢুকে যেতে পারে।
ফোনের চার্জ না দেওয়া
ভেজা অনস্থায় ফোনে চার্জ দিবেন না। এতে ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে বিপদজনক কিছু ঘটতে পারে।
ফোন ব্যবহার না করা
ভেজা অবস্থায় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফোনটি ভিজে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলুন।
ঝাঁকাঝাঁকি না করা
ফোন থেকে পানি বের করার জন্য অহেতুক ডিভাইসটিকে নিয়ে ঝাঁকাঝাঁকি করা থেকে বিরত থাকুন।
সঙ্গে সঙ্গে ব্যাটারি না খোলা
ভেজার সঙ্গে সঙ্গে ফোন থেকে ব্যাটারি খুলতে যাবেন না। এতে পানি অন্যান্য জায়গায় ঢুকে যেতে পারে।
ফোনের বাটন চাপবেন না
ভেজা অবস্থায় ফোনের লক বাটন, পাওয়ার বাট এবং ভলিউম বাটনগুলো চাপবেন না।
বাতাস দিয়ে না শুকানো
ফোনে বাতাস দিয়ে পানি সরানোর চেষ্টা করবেন না। কারণ এতে করে ফোনের ভেতরের যন্ত্রাংশে পানি থেকে যেতে পারে।
যা করবেন
মোবাইল সার্ভিসিং দোকানে গিয়ে টেকনিশিয়ানকে কোনো কিছু না লুকিয়ে ফোনের সমস্যা সম্পর্কে বিস্তারিত বলুন। সরাসরি ফোনটি নিয়ে একটি মোবাইল সার্ভিসিং দোকানে নিয়ে যাওয়াই উত্তম।
সূত্র: গ্যাজেটস নাও