শিক্ষামূলক প্লে-লিস্ট করবে ইউটিউব

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষামূলক প্লে-লিস্ট থাকবে ইউটিউব, ছবি: সংগৃহীত

শিক্ষামূলক প্লে-লিস্ট থাকবে ইউটিউব, ছবি: সংগৃহীত

ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় উন্মুক্ত প্ল্যাটফর্ম ইউটিউবে শিক্ষামূলক ভিডিওতে ‘লার্নিং প্লেলিস্ট’ নামের একটি নতুন ফিচার চালু করবে প্রতিষ্ঠানটি।

শিক্ষামূলক কনটেন্টেগুলোকে একটি টপিকের আওতাভুক্ত করে বিভিন্ন বিভাগে গণিত, বিজ্ঞান, সংগীত এবং ভষার ওপর বিভিন্ন ধাপে ধাপে কনটেন্ট সাজানো থাকবে।

বিজ্ঞাপন

দ্যা ভার্জের প্রতিবেদনে বলা হয়, রিকমেন্ডেশন প্লে-লিস্টের ভিডিওর অধ্যায়গুলো প্রথামিক থেকে উচ্চমাধ্যমিক ক্রমান্বয়ে  সাজানো থাকবে। এ প্লে-লিস্টে একটি ভিডিও শেষে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে না।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত ইউটিউবে একটি ভিডিও শেষ হওয়ার আগ মূহুর্তে অথবা নিচের দিকে রিকমেন্ডেশন ভিডিওর তালিকা থাকে। কিন্তু শিক্ষামূলক ভিডিওর প্লে-লিস্টে তারা এরকম কোনো রিকমেন্ডেশন দেবে না।

বিজ্ঞাপন

এছাড়া ইউটিউবে শিক্ষামূলক ভিডিওর একটি সঠিক তথ্যনির্ভর প্লে-লিস্ট তৈরি করতে ইউটিউব খান অ্যাকাডেমি এবং টেড এডুকেশনের সঙ্গে কাজ করবে।

গত অক্টোবর ২০১৮-তে ইউটিউব শিক্ষামূলক কনটেন্ট তৈরিকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

সূত্র: দ্যা ভার্জ