ফেইস স্ক্যান করলে টাকা দিবে গুগল!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগলের ফেইস আনলক ফিচার, ছবি: সংগৃহীত

গুগলের ফেইস আনলক ফিচার, ছবি: সংগৃহীত

ফেস আনলক ফিচারের জনক অ্যাপেল। যেখানে কোনো পাসওয়ার্ড অথবা আঙ্গুলের ছাপ ছাড়াই চোখের ইশারায় ফোন আনলক হয়ে যায়। সেদিক থেকে দেরি হলেও এবার সেই পথে হাঁটছে টেক জায়ান্ট গুগল।

গুগলের আসন্ন নতুন পিক্সেল ৪ স্মার্টফোনে এবার ফিঙ্গারপ্রিন্ট আনলকের পরিবর্তে যুক্ত হয়েছে ফেস আনলক ফিচার। কিন্তু ফেইস আনলক ফিচারটি ডেভেলপের জন্য গুগল মানুষকে তাদের ‘ফেইস স্ক্যান’ করার জন্য আহ্বান জানাচ্ছে। ফেশিয়াল স্ক্যানের জন্য প্রত্যেককে অ্যামাজন ও স্টারবাকসের ৫ ডলারের গিফট কার্ড দেবে গুগল।

বিজ্ঞাপন

পিক্সেল ৪-এ ফেস আনলক ফিচারের পাশাপাশি থাকছে হাতের ইশারায় গান পরিবর্তন, অ্যালার্ম স্নুজ, ফোনকল সাইলেন্ট করার মতো কিছু আকর্ষণীয় ফিচার। তবে প্রাথমিকভাবে এ ফিচারটি বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য দেওয়া হবে।

নতুন এই ফিচারের জন্য গুগল যে বিজ্ঞাপনটি তৈরি করেছে তার ট্যাগলাইন হচ্ছে ‘লুক মা, নো হ্যান্ডস’ অর্থাৎ দেখ আমার হাত ছাড়াই ফোনের সবকিছু করতে পারছি।

বিজ্ঞাপন

মূলত ফেইস স্ক্যানিংয়ে একটি বিশাল ডেটা তৈরি করতে কাজ করেছে গুগল। আর এসব ডেটা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে আরও উন্নত এবং নির্ভুল সেবা দিতে কাজ করবে গুগল।

সূত্র: নেক্সট ওয়েব