গুগলের কর্মস্থলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগলের কর্মস্থলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ,ছবি: সংগৃহীত

গুগলের কর্মস্থলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ,ছবি: সংগৃহীত

টেক জায়ন্ট গুগল সুষ্ঠু কর্মপরিবেশ এবং কর্মীদেরকে সম্পূর্ণভাবে কাজের প্রতি মনোনিবেশ করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে।

নতুন নীতিমালা প্রসঙ্গে গুগল কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে জানায়, ‘একটি প্রতিষ্ঠানে কাজ করার জন্যই জনবল নিয়োগ করা হয়। আর তাই কর্মস্থলে কাজ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ জন্য কর্মস্থলে বসে বিতর্কিত কিংবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এবিষয়ে সকল কর্মীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গুগলে কাজ করা হচ্ছে একটি বিশাল কমিউনিটির জন্য কাজ করা। কারণ গুগলের দেওয়া তথ্য-উপাত্ত গুলোর উপর গ্রাহকরা বিভিন্নভাবে নির্ভরশীল। তাই গুগলের কর্মীদের একান্ত নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে কার্য সম্পাদন করতে হবে।

কর্মীদেরকে সতর্ক করে বলা হয়, প্রত্যেকেই যার যার বক্তব্যের জন্য দায়ী থাকবে। গুগলের কর্মীদের কোনো বক্তব্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আঘাত পায় সেজন্য সেই কর্মীকে জবাবদিহি করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে বিদ্রূপ, কৌতুক কিংবা মানহানি হয় এমন বক্তব্য করা যাবে না।

বিজ্ঞাপন

সম্প্রতি গুগলের সাবেক এক কর্মচারী প্রতিষ্ঠানটির কর্ম পরিবেশ এবং নীতিগত অবস্থান সম্পর্কে বিভিন্ন অভিযোগের পরে নতুন নীতিলামা জারি করা হয়েছে।

সূত্র: দ্য ভার্জ