গ্রামীণের নতুন নাম্বার ০১৩ ও বাংলালিংকের ০১৪ 

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন নাম্বার সিরিজ পেলো মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) সম্প্রতি গ্রামীণফোনকে ০১৩ ও বাংলালিংককে ০১৪ নাম্বার সিরিজ দিয়েছে।

বর্তমানে গ্রামীণফোন ০১৭ ও বাংলালিংক ০১৯ নাম্বার সিরিজ ব্যবহার করছে। গেল সপ্তাহে বিটিআরসি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

গ্রামীণফোন ০১৭ সিরিজে ৯ কোটির বেশি মোবাইল ফোন সিম বিক্রি করেছে। একটি সিরিজে ১০ কোটির বেশি সিম বিক্রি করা যায় না। এরই প্রেক্ষিতে কয়েক বছর আগে তারা নতুন নাম্বার সিরিজ চেয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন জানিয়েছিল। তারা এ পর্যন্ত ৯ কোটি মোবাইল সিম বিক্রি করেছে। গত জুলাই ৭ কোটি সক্রিয় গ্রাহকের মাইল ফলক অর্জন করে দেশের বৃহত্তম অপারেটর। অন্যদিকে তৃতীয় বৃহত্তম অপারেটর বাংলালিংকের বর্তমানে ৩.৩৪ কোটি গ্রাহক রয়েছে। তারা এ পর্যন্ত ৮ কোটির বেশি সিম বিক্রি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নাম্বার সিরিজ পেলেও তা চালু করতে কিছুটা সময় লাগবে। রবি ও এয়ারটেলের বর্তমানে ৪.৫৩ কোটি গ্রাহক রয়েছে। জাতীয় নাম্বার পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে ০১০ ও ০১২ সিরিজ খালি রয়েছে। 

বিজ্ঞাপন

টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, রবি ০১৮ এবং সিটিসেল ০১১ নাম্বার সিরিজ ব্যবহার করছে।