জুঁইয়ের ‘দ্য মডেলস’
জেসমিন জুঁই, মূলত মডেল।
অভিনয়ও করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।
এবার আসছেন তিনি পরিচালক হিসেবে।
নির্মাণ করেছেন মডেলদের নিয়ে পূর্ণাঙ্গ একটি ওয়েব সিরিজ।
নাম, 'দ্য মডেলস'।
ট্রেইলার দেখুন-
‘সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবুন’, এমন ট্যাগলাইন নিয়ে এই ওয়েব সিরিজটি ১০ ভাগে মোট ১০টি সত্য গল্প দেখাবে।
গল্পগুলো তৈরি হয়েছে বিভিন্ন ভিজ্যুয়ালের মডেল ও তাদের জীবনাচার নিয়ে।
লিখেছেন আলী আফজাল নিকোলাস।
তিনি এই ওয়েব সিরিজের প্রধান সমন্বয়কও।
নিকোলাস বলছেন-
দীর্ঘদিন ধরে মডেলদের নিয়ে কাজ করায় তাদের দুঃখ-কষ্ট-আনন্দ-বেদনা-হতাশাগুলো খুব কাছ থেকে দেখেছি। চেষ্টা করেছি সাধ্যের বাইরে গিয়েও সহযোগিতা করার। এসবই মূলত এই গল্প বলার প্রেরণা। আমরা প্রধানত এই ওয়েবসিরিজটির মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি।
'দ্য মডেলস'-এর সিনেমাটোগ্রাফি করেছেন ইভানুল কণক।
কেমন হয়েছে পুরো কাজটি, জানিয়েছেন ওয়েব সিরিজটির পরিচালক জেসমিন জুঁই।
তার ভাষ্য-
পুরো কাজটি দারুণ চ্যালেঞ্জিং ছিলো। প্রথম কাজ বলে নয়; এর গল্প, পাত্র-পাত্রী- সব মিলিয়ে শুধু চ্যালেঞ্জিংই নয়, কাজটি উপভোগ্যও ছিলো। আমি নিজেও একজন মডেল, আর তাই মডেলদের নিয়ে এই কাজটি করতে আমার ভালো লেগেছে।
'দ্য মডেলস'-এর পর্বগুলো বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
তাদের সঙ্গে চুক্তিও হয়ে গেছে এরই মধ্যে।
আরও পড়ুনঃ