Alexa

‘প্রতিশোধের আগুন’ কদ্দুর?

‘প্রতিশোধের আগুন’ কদ্দুর?

জায়েদ খান এবং মৌ খান

জায়েদ খান এবং মৌ খান, প্রথমবারের মতো জুটি বেঁধেছেন একসঙ্গে।

এটা বেশ আগেরই খবর।

সিনেমার নাম ‘প্রতিশোধের আগুন’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/03/1538555896191.jpg

নির্মাতা মোহাম্মদ আসলাম।

গত জুন মাসে শুরু হয়েছে এর শুটিং।

কদ্দুর এগোলো নির্মাণের কাজ?

এটা জানতে ভক্তরা উৎসুক।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজ প্রায় শেষের দিকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/03/1538555919910.jpg

জায়েদ খান বলছেন-

ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। অ্যাকশন দৃশ্যগুলোর শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এখন গানের শুটিং হলেই ক্যামেরা ক্লোজ হবে। রোমান্টিক একটি গানের শুটিং করছি।

গত সোমবার থেকে চলছে এই শুটিং, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে।

ক্যামেরার সামনে জায়েদ খানের সঙ্গে আছেন নায়িকা মৌ খান।

নির্মাতা আসলাম জানাচ্ছেন-

এর আগে আমরা ছবির বাকি কাজ শেষ করেছি। এমনকি ছবির ডাবিংও শেষ করেছি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/03/1538555958078.JPG

‘প্রতিশোধের আগুন’ সিনেমার গল্প মৌলিক।

এতে নতুনের ছোঁয়া আছে।

তেমনটাই ইঙ্গিত পাওয়া যায় জায়েদ খানের বক্তব্যে।

তিনি বলছেন-

একেবারেই নতুন ধরনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। দর্শক ছবিটি দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/03/1538555981021.jpg

একই সিনেমায় দেখা যাবে আরেকটি নতুন জুটি।

শাহরিয়াজ এবং নবাগত নায়িকা নাজ এই প্রথমবার কাজ করেছেন একসঙ্গে।

‘প্রতিশোধের আগুন’-এর অন্যান্য অভিনেতারা হলেন-

  • ড্যানি সিডাক
  • সাদেক বাচ্চু
  • রেবেকা প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/03/1538556219523.jpg

আরও পড়ুনঃ

‘এটি আমার স্বপ্নের প্রকল্প’

‘চরিত্রহীন’, আসলেই কি চরিত্রহীন?

‘দেবী’ বন্দনায় একঝাঁক তারকা

আপনার মতামত লিখুন :