Barta24

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

English Version

নায়কের সঙ্গে দীপিকার চুমুর ভিডিও ভাইরাল

নায়কের সঙ্গে দীপিকার চুমুর ভিডিও ভাইরাল
দীপিকা পাড়ুকোন ও ‘ছাপ্পাক’ ছবির দৃশ্য
বিনোদন ডেস্ক


  • Font increase
  • Font Decrease

এসিড দগ্ধ নারী লক্ষ্মী আগারওয়ালের জীবনী নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক মেঘনা গুলজার। ‘ছাপ্পাক’ নামের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তারই শুটিংয়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন এখান থেকে সেখানে।

ইতিমধ্যে ‘ছাপ্পাক’-এ দীপিকার প্রথম লুক প্রকাশ করা হয়েছে। এছাড়া গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটির শুটিংয়ের বেশ কয়েকটি দৃশ্য। যেখানে লক্ষ্মীর বিভিন্ন চরিত্রে পাওয়া গেছে দীপিকা পাড়ুকোনকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555946371670.jpg
দীপিকা পাড়ুকোন

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘ছাপ্পাক’-এর শুটিংয়ের আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে- একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে সহশিল্পী বিক্রান্ত মাসিকে চুমু দিচ্ছেন দীপিকা পাড়ুকোন।

২০০৫ সালে এক ব্যক্তির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন লক্ষ্মী আগারওয়াল। এরপর দিল্লির এক বাসস্ট্যান্ডে এসিড নিক্ষেপ করে তার মুখ ঝলসে দেওয়া হয়। তখন তার বয়স মাত্র ১৫ বছর। তবে হাল ছাড়েননি তিনি। সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম। ভারতে খোলা বাজারে এসিড বিক্রিতে নিষেধাজ্ঞা ও এসিড হামলার সঙ্গে জড়িতদের শাস্তি বৃদ্ধির আইনি ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে তার ভূমিকা অনেক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/22/1555946194857.jpg
লক্ষ্মী আগারওয়াল

 

২০১৪ সালে মার্কিন সরকারের কাছ থেকে ‘ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ’ অ্যাওয়ার্ড পান লক্ষ্মী। লন্ডন ফ্যাশন উইকে ক্যাটওয়াকও করেছেন এই তরুণী। ভারতে এসিড সন্ত্রাসের শিকার নারীদের উন্নত জীবনযাপন নিশ্চিতকরণ ও মানসিক সুস্থতায় একটি ফাউন্ডেশন পরিচালনা করছেন তিনি।

মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপ্পাক’ প্রযোজনা করছেন দীপিকা পাড়ুকোন। এর মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন বলিউডের এই অভিনেত্রী। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

আপনার মতামত লিখুন :

১২ বছর পর টরেন্টো মাতাবেন জেমস

১২ বছর পর টরেন্টো মাতাবেন জেমস
জেমস

১০ দিনের সফরে কানাডা যাচ্ছে দেশের শীর্ষ ব্যান্ড নগর বাউল জেমস। সেখানে দুটি কনসার্টে অংশ নিতে বুধবার (১৭ জুলাই) রাতের ফ্লাইটে ঢাকা ছাড়বেন ব্যান্ড দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড দলটির ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন।

জানা গেছে, আগামী ২১ জুলাই কানাডার টরেন্টো প্যাভিলিয়নে ও ২৭ জুলাই ম্যানিটোবাতে গান গাইবেন জেমস। সর্বশেষ ২০১৩ সালে কানাডায় কয়েকটি কনসার্টে অংশ নিলেও প্রায় ১২ বছর পরে টরেন্টো শহরে গাইবেন জেমস।

এর আগে ২০০৮ সালে টরেন্টো মাতিয়েছিলেন ব্যান্ড দলটি। টরেন্টোর কনসার্টির আয়োজন করছেন প্রবাসী লোটাস কমল, হালিম শাহ, ম্যাক আজাদ, শাহীন খান।

ফারুকী-তিশার দাম্পত্য জীবনের ৯ বছর

ফারুকী-তিশার দাম্পত্য জীবনের ৯ বছর
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

তারকাদের একের পর এক ঘর ভাঙার খবরের মাঝে যেন একটু ব্যতিক্রম দেশের গুনী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এই তারকা দম্পতি আজ (১৬ জুলাই) তাদের দাম্পত্য জীবনের ৯ বছরে পা রেখেছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/16/1563263348993.jpgদীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

প্রেমের গল্প শেয়ার করে তিশা বলেছিলেন, আমাদের প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালো লাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর (ফারুকী) ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।

এদিকে আজকের এই বিশেষ দিনে ফারুকীর সঙ্গে তোলা পুরান কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছে, “আজকে আমাদের বিবাহ বার্ষিকী! নয় বছর আগে, এই দিনে, আমরা একটি নতুন যাত্রা শুরু করি। এটি সবসময় একই ছিল না। মিশ্রিত ছিল অনেক আবেগ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেঁয়ে মুহূর্তে, নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।

বর্তমানে ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে বিদেশি বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র