আইসিইউতে খল অভিনেতা গাঙ্গুয়া



বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া, পুরনো ছবি

খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া, পুরনো ছবি

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে স্ট্রোক করেন গাঙ্গুয়া। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিত্রনায়ক জসীমের মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন গাঙ্গুয়া। ২০১৫ সালে মুক্তি পাওয়া 'রাজা বাবু' তার সর্বশেষ সিনেমা।

   

কবিগুরুর জন্মজয়ন্তীতে দেশজুড়ে নানা আয়োজন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ফ্রেমে বাঁধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

ফ্রেমে বাঁধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

  • Font increase
  • Font Decrease

গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোটগল্প, চিত্রকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দ্যুতি ছড়িয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ (২৫ বৈশাখ) কবিগুরুর জন্ম জয়ন্তী। বরাবরের মতো এবারও রবি ঠাকুরের জন্মলগ্ন উপলক্ষে দেশজুড়ে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৬ মে ঢাকায় গঠিত হয়েছে ‘টেগোর সোসাইটি’। যার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত আর দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে বলে জানান এর সভাপতি ড. চঞ্চল খান।

এবার জাতীয়ভাবে কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা : রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’। এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বর্ণিল সব আয়োজন থাকছে।

কবির স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে জেলা প্রশাসনের আয়োজনে থাকছে তিন দিনব্যাপী কর্মসূচি। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িকে সাজানো হয়েছে নতুন সাজে। সেখানে চলছে দুই দিনব্যাপী আয়োজন। গান, কবিতার আসর ছাড়াও থাকছে রবীন্দ্র মেলা।

তরুণ রবীন্দ্রনাথ

পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নৃত্য, আবৃত্তি, রবীন্দ্রসংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় কবিগুরুকে স্মরণ করা হবে।

এদিকে বিশ্বকবির জন্মবার্ষিকী পালনের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায়ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি।

এদিকে চার দশক ধরে প্রতি বছরই ঘটা করে হয়ে আসছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। রবীন্দ্রসংগীত নিয়ে এত বড় উৎসব আর হয় না এই বাংলায়। সেই ধারাবাহিকতায় এবারও রাজধানীর বুকে বসতে যাচ্ছে তিন দিনব্যাপী উৎসব। আয়োজনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।

৯ থেকে ১১ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হবে এই উৎসব। উৎসবটি উৎসর্গ করা হয়েছে অকাল প্রস্থানে যাওয়া সাদী মহম্মদ স্মরণে। কিংবদন্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কলিম শরাফীর শততম জন্মবার্ষিকীও আজ ৮ মে। সেটি ৯ মে উৎসবের উদ্বোধনী দিনে পালন করবো ঘটা করে।

কলিম শরাফী ও সাদী মহম্মদ

১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ) পশ্চিমবঙ্গের জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদার পরিবারে জন্মের সুবাদে ছোটবেলা থেকেই সাহিত্য-শিল্পের সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। আর সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভায় তিনি ছিলেন অনন্য। যার সুবাদে শুরু করেন সাহিত্যচর্চা। ১৮৭৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘কবিকাহিনী’।

পুরোটা জীবন লেখালেখিতে কাটিয়েছেন রবি ঠাকুর। ফলে তার সৃষ্টিকর্মের সংখ্যাও বিপুল। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও ৯৫টি ছোটগল্প রচনা করেছেন তিনি। এর বাইরে তার রচিত গানের সংখ্যা প্রায় দুই হাজার। এটাই শেষ নয়, চিত্রশিল্পী হিসেবেও তার প্রতিভা ছিল অনন্য। জীবদ্দশায় প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন তিনি।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় শ্রেষ্ঠ কবি কিংবা সাহিত্যিকদের মধ্যে তার নামটি উচ্চারিত হয় প্রথমেই। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ ও ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ রবীন্দ্রনাথের লেখা।

১৯০১ সাল থেকে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর সাত দিন আগ পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ) জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

;

সীতা চরিত্রে কাঁচা বাদাম খ্যাত অঞ্জলি অরোরা, ইন্টারনেটে সমালোচনার ঝড়



বিনোদন ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কয়েক বছর আগে কাঁচা বাদাম বিক্রি করার সময় নিজস্ব সুরে গান গেয়ে ভাইরাল হন ভুবন বাদ্যকর। ক্রেতাদের মধ্যে একজন তার মুঠোফোনের ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করে ভুবনের সেই গান। ভারতীয় সহজ সরল বাদাম বিক্রেতা রাতারাতি বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ হয়ে যায়। তার অসম্ভব প্রতিভা আর সুরেলা কন্ঠের প্রশংসা হতে থাকে৷

সামাজিক যোগাযোগমুখী ক্রিয়েটররা তাকে নিয়ে আবার গানটি রেকর্ড করে। টিকটক এবং ইনস্টাগ্রাম রিলস ব্যবহার কারীদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে যায় কাঁচা বাদাম৷ হুমড়ি খেয়ে সকলে নিজের মতো করে গানটিতে রিল বানাতে থাকে৷ তবে যাকে নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি এবং আলোচনা-সমালোচনা হয়, তিনি হচ্ছেন অঞ্জলি অরোরা।


শুধুমাত্র কোমর দুলিয়ে নিচে অল্প কিছু দিনের ব্যবধানে কিভাবে তিনি দশ মিলিয়ন ফলোয়ার জোগাড় করে ফেলেছিলেন- তা ছিল তখনকার হট টপিক। অঞ্জলির পোশাকে অশ্লীলতা না থাকলেও, নাচের মুদ্রা নিয়ে কটাক্ষ করে অনেকেই।

সম্প্রতি আবার তিনি আলোচনায় এসেছেন এক বিস্ফোরক মূলক ঘটনায়। তিনি নাকি এবার মাতা সীতার চরিত্রে অভিনয় করবেন 'শ্রী রামায়ণ কথা' নামের সিনেমায়৷ ভারতের ছত্তিশগড়ের ভোজপুরি ডিরেক্টর অভিষেক সিং পরিচালনা করবেন সিনেমাটি। এ নিয়ে ভারতীয় সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। সিংহভাগই সীতা চরিত্রে তাকে মেনে নিতে পারছেন না৷

মূলত নাচকেই অঞ্জলির প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। তাকে কেউ কখনো অভিনয় করতে দেখেনি। এরকম নতুন ও অনভিজ্ঞ একজন শিল্পীকে নেওয়া হয়েছে সীতা চরিত্রে৷ এরকম মহান চরিত্রে অভিনয় করার জন্য অঞ্জলিকে চূড়ান্ত করা নিয়েই ভক্তদের ক্ষোভ৷


কাঁচা বাদাম গানের নাচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় পাওয়ার পর কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লক কাপে অংশগ্রহণ করেছিলেন অঞ্জলি আরোরা৷ রিল থেকে তাকে যারা চিনত না, টেলিভিশনের শো সম্প্রচারের মাধ্যমে তারাও অঞ্জলিকে চিনতে শুরু করে৷ শো চলাকালে বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির সাথে সম্পর্কেও জড়ান তিনি৷

কিছুদিন ধরে ইন্টারনেট গরম ছিল সাই পল্লবী এবং রণবীর কাপুর অভিনীত রামায়ণ সিনেমা নিয়ে৷ সিনেমাটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি৷ সেট ফটো লিক হওয়ার পর থেকেই সেই সিনেমা নিয়ে ভক্তদের আশা বেড়েছে৷ রণবীর এবং পল্লবী দু'জনকেই রাম-সীতা চরিত্রে সাদরে গ্রহণ করেছেন নেটিজেন। তবে পরিচালক অভিষেকের শ্রী রামায়ণ কথা সিনেমা নাকি নিতেশের রামায়ণের জন্য প্রতিযোগিতা কঠিন করে তুলবে৷ এ নিয়েও কমেন্ট বক্সে হাসির রোল পড়ে যায়৷

;

মেট গালায় অদ্ভূত পোশাকে হাজির হওয়া ১৬ তারকা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মেট গালায় অদ্ভূত পোশাকে লিল নাস এক্স, জেন্ডায়া, লিজ্জো ও লেডি গাগা

মেট গালায় অদ্ভূত পোশাকে লিল নাস এক্স, জেন্ডায়া, লিজ্জো ও লেডি গাগা

  • Font increase
  • Font Decrease

মেট গালা মানেই জনপ্রিয় তারকাদের বাহারি পোশাকের সমাহার। ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ব্র্যান্ড, ফ্যাশনপ্রিয় তারকা এবং ফ্যাশনপ্রিয় দর্শক সারা বছর মুখিয়ে থাকেন মেট গালার চমকপ্রদ ফ্যাশনের জন্য। মে মাসের প্রথম সোমবার অর্থাৎ গতকালই নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ বসেছিল এ বছরের মেট গালার আসর। উপস্থিত ছিল হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির তারকারা। এবারের থিম ছিল ‘দ্য গার্ডেন অফ টাইম’। তাইতো তারকারা তাদের ফ্যাশনে ফুল, পাখি, লতা পাতা ও প্রকৃতিকে প্রাধাণ্য দিয়েছেন। 

প্রতিবারের মতো এবারও কিছু তারকা ফ্যাশনের ঝলকে দর্শক হৃদয় জয় করেছেন। যেমন বলিউডের আলিয়া ভাট। তেমনি কিছু তারকা আবার হাস্যরসের জন্ম দিয়েছেন অদ্ভূত পোশাকের জন্য। দেখে নিন ২০২৪-এর মেট গালার তেমনি ১৫ তারকাদের ছবি...

সুপারস্টার লেডি গাগা মানেই যেন ভিন্নকিছু। এবার তিনি হাজির আস্ত এক সাদা প্যাচ খেলানো পিলার হয়ে। ভাজে ভাজে আবার বাহারি ফুল ছিটিয়ে দিয়েছিলেন
প্রতিবারের মতো এবারও হলিউড অভিনেতা জেরাড লেটো হাজির পশুর বেশে। এবার তার থিম ছিল শুভ্র বিড়াল। তাই কাঁধে একটি আর্টিফিশিয়াল বিড়ালও বহন করেছেন তিনি
আকর্ষনীয় ফিগারের অধিকারী সুপারমডেল বেলা হাদিদ যেন লতানো ফুলগুলো শরীরে পেচিয়ে লজ্জা ঢেকেছেন!
মডেল টুইগস যেন ট্রান্সপারেন্ট পোশাকটি ব্যতিক্রম করতে একগাদা উল হাতে পেচিয়ে রেখেছেন
যুক্তরাষ্ট্রের ভীষণ জনপ্রিয় র‌্যাপার লিল নাস এক্স বরাবরই এমন অদ্ভূত পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন
হুডি তো কতোই দেখেছেন। আমেরিকান গায়িকা-র‌্যাপার লিজ্জোর মতো এমন হুডি দেখেছেন?
পোশাকে নিজের পেশার ভালোই পরিচয় বহন করেছেন মার্কিন সুপার মডেল অ্যাল্টন ম্যাসন
মেট গালার এবারের অন্যতম হোস্ট অভিনেত্রী জেন্ডায়ার এই লুকটি বেশ অদ্ভূত। তার চুলগুলো যেন আস্ত ফুলের বুকে দিয়ে ঢাকা!
জনপ্রিয় মার্কিন র‌্যাপার ব্যাড বানি মেট গালার থিমের সঙ্গে পোশাক মেলাতে কিছু কালো আর্টিফিসিয়াল ফুল গুজে দিয়েছেন ব্লেজারের সঙ্গে!
তরুণ শিল্পী, গীতিকার ও র‌্যাপার জ্যানলে মোনের অদ্ভূত ডিজাইনের পোশাক
পোশাক তো নয়, কিম কার্দাশিয়ানকে দেখে মনে হচ্ছে বাথট্যাবে সবুজ ঘাস আর হলুদ ফুলের মধ্যে ডুবে আছেন
বিখ্যাত সংগীতশিল্পী কেটি পেরির পোশাক যেন আস্ত টেলিভিশনের শো রুম!
আরেক মার্কিন মডেল অ্যামিলিয়া গ্রে যেন ভারতের উরফি জাবেদের ফ্যান। কিছুদিন আগে উরফিকে এমন ড্রেসে দেখা গেছে।
জনপ্রিয় সংগীতশিল্পী দোজা ক্যাট যেন সদ্য গোসলখানা থেকে বের হয়েছেন! ভেজা বসনের আদলে তৈরী পোশাকে লজ্জা নিবারনে ব্যস্ত তিনি
হলিউড গায়িকা লানা দেল রে’র যেন মশার চরম ভয়! তাই মেট গালায় আস্ত মশারিতে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছেন। মশারিটা আবার টাঙিয়েছেন গাছের শিকর বাকড় দিয়ে!
;

শেষ মুহূর্তের প্রস্তুতি ফেলে কানে কর্মীদের ধর্মঘট



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ধর্মঘটের কারনে কানের আঙিনা এখন এমন নীরব

ধর্মঘটের কারনে কানের আঙিনা এখন এমন নীরব

  • Font increase
  • Font Decrease

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম এই উৎসব। জমকালো এই আয়োজনকে ঘিরে কান হয়ে উঠে মুখর। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয় শহরটি।

আগামী ১৪ মে ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। আর মাত্র সপ্তাহ খানেক বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই শুরু হলো উৎসব কর্মীদের ধর্মঘট!

প্রতি বছর এভাবে কানের রেড কার্পেট বিশ্বের নানা প্রান্তের তারকা ও ফটোগ্রাফাররা

‘পর্দার আড়ালে দারিদ্র্য’ নামের ফরাসি শ্রম সংস্থার নেতৃত্বে ধর্মঘট শুরু হয়েছে। সদস্যরা জানিয়েছেন, তারা উল্লেখযোগ্য কোনো ব্যাঘাত ঘটাতে চান না কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা দাবি সকলের সামনে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করতে চান। কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ায় উৎসব বন্ধ না হলেও বিরূপ প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এই কর্মীদের মাঝে আছেন ড্রাইভার, প্রোজেকশনিস্ট, ক্যাটারারসহ নানা পেশার ফ্রিল্যান্স কর্মী।

টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্রিল্যান্স কর্মীদেরকে তাদের বেকারত্বের সময়ে বাড়তি সুবিধা দেয়া হয়। এই সুবিধা কেবল তাদের জন্য যারা বছর জুড়ে নির্দিষ্ট ঘণ্টা কাজ করেছেন। কিন্তু উৎসবের ফ্রিল্যান্স কর্মীদের সুবিধা পেতে পোড়াতে হয় কাঠখড়, পূরণ করতে হয় শর্ত। তার ওপর ন্যূনতম মজুরিতে কাজ করায় এই কর্মীদের জীবন চালাতে হিমশিম খেতে হয়।

এবার কানের উদ্বোধন করবেন কিংবদন্তী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তাকে সম্মানসূচক স্বর্ণপাম পুরস্কারও দেওয়া হবে

ফ্রান্সের সরকার ইতোমধ্যেই ফ্রিল্যান্স কর্মীদের বেকার ভাতা কমিয়ে অর্ধেক করে দিয়েছে। ১ জুলাই থেকে সুবিধা আরও কমবে বলে শোনা গেছে। কর্মীরা ধারণা করছেন ভাতা পাওয়ার জন্য শর্তের কর্মঘণ্টার আরও বাড়ানো হবে। যদি এটা করা হয়, তাহলে উৎসবের ৮০ শতাংশ কর্মী চাকরী পরিবর্তন করতে বাধ্য হবেন। তাই সাংস্কৃতিক জগতের অন্যান্যদের মতো সুযোগ সুবিধা পাওয়ার দাবি করছে ফ্রিল্যান্স উৎসব কর্মীরা।

উৎসব কর্তৃপক্ষ এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র : ভ্যারাইটি

;