প্রযোজক সমিতির সভাপতি খসরু, সাধারণ সম্পাদক সামসুল

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এফডিসি-তে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এফডিসি-তে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুলাই) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রযোজক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল আলম। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৭ জুলাই) প্রথম ধাপের নির্বাচনে ৪১ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয় ১৯ জন। পরে বিজয়ী ১৯ জনের মধ্যে দ্বিতীয় ধাপের ভোটে ৯ জনের কমিটি নির্বাচিত হয়।

আজ সোমবার দুপুরে এফডিসির চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিসে নতুন এই কমিটির ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরু।

বিজ্ঞাপন

নতুন এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও শহিদুল আলম সাচ্চু। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম ডি ইকবাল ও আলিমুল্লাহ খোকন। এছাড়া অর্থ সম্পাদক মনির হোসেন সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মোরশেদ খান হিমেল ও আন্তর্জাতিক সম্পাদক ইলা নদী নির্বাচিত হয়েছেন। বাকী নির্বাচিতরা ইসি সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

মামলা ও নানা জটিলতার কারণে সাত বছর ধরে বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।