আন্দোলন নিয়ে যা বলছেন তারা
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পক্ষে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীতের তারকারাও তাদের অবস্থান জানান দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সহমত পোষণ করে কণ্ঠ মেলাচ্ছেন অনেকেই।
পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভার, হেল্পারদের উদ্ধত আচরণ নিয়ে আইয়ুব বাচ্চু বলছেন-
ওস্তাদ, সবাই কিন্তু প্লাস্টিক না রে ভাই!
বিজ্ঞাপন
কনকচাপা নিউইয়র্কে বসেই লিখে ফেলেছেন লম্বা একটা ছড়া ‘সে আবার কি!’
তার আগেই তিনি সেই ছড়ার ইঙ্গিত দিয়েছেন অন্য একটি পোস্টে।
শাফিন আহমেদ লিখেছেন-
কত বিচিত্র দৃশ্যই না দেখছি এই কয়দিন! Outnumbered হলে কেমন লাগে দেখুন। আপনারা আমাদের লাইসেন্স দেখতে চান, আপনার লাইসেন্স দেখান। কি চমৎকার প্রশ্ন। নেই তার উত্তর। আইন শৃঙ্খলা বাহিনী!
দিনাত জাহান মুন্নী প্রশ্ন ছুড়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে।
মাননীয় প্রধানমন্ত্রী- আপনার নিরব থাকায় যে কত ক্ষতি হচ্ছে, তা কি বুঝতে পারছেন?
শারমিন সুলতানা সুমি খুব এ্যক্টিভ চলমান আন্দোলন বিষয়ে। বিভিন্ন পোস্ট তিনি শেয়ার করছেন একের পর এক।
প্রীতম আহমেদ বলছেন-
লাইসেন্সবিহীন, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার ও ফেইসবুক সেলিব্রেটিদের দ্রুত রাস্তা থেকে তুলে পুলিশ হেফাজতে নেয়া উচিত। এই দুই গোত্রই কোমলমতি ছাত্র ছাত্রীদের স্বাভাবিক জীবন যাপনের জন্য মারাত্বক হুমকি।
প্রধানমন্ত্রীর নিশ্চুপ থাকা নিয়ে সোমনূর মনির কোনাল লিখেছেন-
মা, আপনি কীভাবে ঘুমান? যে প্রাণগুলো বলিদান হয়েছে, তাঁদের প্রশ্নবিদ্ধ চোখ আপনাকে তাড়ায় না? তাঁদের মায়ের শূন্য বুকের হাহাকার আপনার কাছে পৌঁছে না? তাঁদের বাবার এতো কষ্টের আয়ের বৃথা জলাঞ্জলি আপনাকে ভাবায় না?
আন্দোলন চলাকালীন সময়ে একজনের গায়ে পিকআপ তুলে দেওয়া ঘটনাটির ভিডিও শেয়ার করে জুনায়েদ ইভান লিখেছেন-
এও সম্ভব! ছাত্ররা গাড়ির লাইসেন্স চেক করার জন্য পিকঅাপটিকে থামাতে বলল অার ড্রাইভার ছাত্রের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিলো!
জয় শাহরিয়ার ভীষণ আপ্লুত এদেশের ছাত্রসেনাদের উপর।
পুলক অধিকারী চতুর্থ দিনে নেমে গেছেন রাস্তায়। এই কয়দিন তিনি সোশ্যাল মিডিয়াতে কথা বলছিলেন।
ছাত্রদের উপর পুলিশের বর্বর নির্যাতনের নিন্দা জানিয়েছেন স্বপ্নীল সজীব।
তিনি লিখেছেন-
কোনো কথা হবেনা, শুধু প্রতিবাদ হবে। শান্তিপুর্ণ আন্দোলনে সঙ্গে আছি। ছাত্রদের উপর পুলিশের বর্বর লাঠিচার্জের তীব্র নিন্দা জানাচ্ছি।
শাওন গানওয়ালা চরম হতাশ চলমান ঘটনা এবং আরও বহু কিছু নিয়ে।