Barta24

বুধবার, ২৪ জুলাই ২০১৯, ৯ শ্রাবণ ১৪২৬

English Version

মেষের যাত্রা পথে দুর্ভোগ, বৃশ্চিকের অর্থ লাভ

মেষের যাত্রা পথে দুর্ভোগ, বৃশ্চিকের অর্থ লাভ
ছবি: বার্তা২৪.কম
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায় চুরি হতেই পারে। যাত্রা পথে দুর্ভোগে হয়রানি বাড়বে। মনের মানুষের সাড়া না পেলেও ভয় পাওয়ার কিছু নেই। কর্মযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মযোগে ছোটখাটো স্বার্থ ত্যাগ আপনার পক্ষে ভালো। অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোন শক্তি কাজ করতে পারে।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মে উন্নতি না হলেও হাতে অর্থ থাকবে। ব্যবসা নিয়ে সন্তোষজনক যোগ। আপনার খুশি রক্ষা করতে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে। প্রেমযোগ মিশ্র।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
একাগ্রতার জন্য সফলতা লাভ। প্রেম প্রণয়ের জটিলতায় সমস্যা। জলপথে ভ্রমণ। আর্থিক খরচ বাড়বে। দুর আত্মীদের সঙ্গে ভালো সময় কাটবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
ব্যবসায় শ্রীবৃদ্ধি মোটের উপরে ভালো। অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সফল হবেন। বদ হজম সমস্যা দেখা দিতে পারে। এখনই প্রেমের প্রস্তাব না দেওয়াই ভালো।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মযোগে হঠকারী সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। আপনার অবর্তমানে বৈষয়িক আর্থিক ক্ষতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো।

তুলা:(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার দ্বারা পরিবারে সকলে খুশি। ব্যবসা বা পেশাদারি কাজে বাড়তি আয়ের সুচনা হবে। দুর ভ্রমনের জন্য দিনটা শুভ। প্রেম মিশ্রফল।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মস্থলে আর্থিক উপহার পাবেন। তবে খরচের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখতে হতে পারে। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অচেনা ব্যক্তির কথায় সিদ্ধান্ত নিলে বিপত্তি ঘটতে পারে। দুঃসময়ে বন্ধুর সাহায্য পাওয়ার আশা আছে। যাত্রা পথে হয়রানি। আর্থিক যোগ শুভ। পরিবারের সঙ্গে শুভ সময় কাটবে।

মকর:(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মনের বাসনা পুর্ন হবে। কল্যাণ কাজে সময় দিয়ে তৃপ্তি লাভ করবেন। পোশাক ব্যবসার সাথে যুক্তদের পক্ষে শুভ দিন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ নয়।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সমস্যা মিটে যাবে। মহৎ হৃদয়বৃত্তি ও পরোপকারে আত্মিক প্রশান্তি লাভে করবেন। প্রেম যোগ শুভ। ধর্মস্থানে দান ধ্যান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনটি শুভ। ব্যবসায়ীক আলোচনা আজ না করাই শ্রেয়। বিকেলে পর কোনো শুভ খবর পেতেই পারেন। শত্রু আপনার কিছুই করতে পারবে না। প্রেম যোগ শুভ।

আপনার মতামত লিখুন :

মেষের কর্মক্ষেত্রে হতাশা, কন্যার শারীরিক সমস্যা

মেষের কর্মক্ষেত্রে হতাশা, কন্যার শারীরিক সমস্যা
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মক্ষেত্রে হতাশা থেকে ক্ষোভ। প্রেম সমস্যা আলোচনা দ্বারাই শান্তি। আর্থিক যোগ শুভ। চিকিৎসায় ব্যয়।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কর্মক্ষেত্রে অপরিচিত পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। বদরাগ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের সতর্কতা।

মিথুন: (২২মে – ২১ জুন)

দুঃখ পেতে পারেন। আবেগ নিয়ন্ত্রণহীন। কর্মস্থলে লজ্জাজনক পরিস্থিতি। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

রাশিচক্রে গ্রহের বিরূপ অবস্থান। শিক্ষা নিয়ে পরিবারের সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রেম শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

পারিবারিক সমস্যা। ব্যবসাযোগে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা। কর্মে শুভ। আবেগ নিয়ন্ত্রণহীন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শারীরিক সমস্যা নতুন করে কষ্ট দিতে পারে। প্রেমে সমস্যা। কর্মযোগে সমাধানের রাস্তা দেখা দিতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

অন্যের ভুল, আপনাকে দোষ দিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মে একাধিক বাধা আসতে পারে। শিক্ষায় শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

দাম্পত্যে সমস্যা। ব্যবসায়িক সমস্যা সহজভাবে সমাধান করতে পারেন। পথে আঘাত। বিদেশ ভ্রমণ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আপনার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন। কর্মে উন্নতির যোগ স্পষ্ট। প্রেমে সফলতা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

পরিবারের কনিষ্ঠদের নিয়ে সমস্যার সম্ভাবনা। আইনি জটিলতা। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ব্যবসার আয় মধ্যম। বাধা আসতে পারে শিক্ষা এবং কর্মক্ষেত্রে। পারিবারিক সহযোগিতা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ঋণ আশায় বেশ কিছুটা বিড়ম্বনায় পরতে পারেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি। বাড়তি খরচ নিয়ে পরিবারের সঙ্গে মনমালিন্য।

মীনের কর্ম শুভ, তুলার প্রেমে সমস্যা

মীনের কর্ম শুভ, তুলার প্রেমে সমস্যা
ছবি: বার্তাটোয়েন্টিফোর

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নিজের সম্মানের বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক ক্ষতির যোগ আছে। কর্মে মিশ্রযোগ। চিকিৎসায় ব্যয়।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মানসিক আঘাত। মতের অমিল থেকে ঝগড়ার শুরু হতে পারে। প্রেম নিয়ে সমস্যা। কর্মক্ষেত্রে শুভ ফল।

মিথুন: (২২মে – ২১ জুন)
সুযোগ লাভের ক্ষেত্রে ভাগ্য শুভ। তবে ব্যবসার সুযোগ লাভে আপনাকে পরিশ্রম করতে হবে। প্রেমযোগ মিশ্র।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম সম্পর্কে আসতে পারে নতুন মোড়। আর্থিক খরচের সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্ভাবনা আছে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
প্রেমের প্রস্তাব দিতে পারেন। সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পাড়ার আফসোস হবে। কর্মক্ষেত্রে শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
উপকার পেতে পারেন। সুযোগ লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে অনুকূল পরিস্থিতির সম্ভাবনা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমে সমস্যা। শিক্ষায় শুভ যোগ বর্তমান। পারিবারিক পরিচিতের দ্বারা অপমানিত হতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দাম্পত্যে সমস্যা। ব্যাবসায়ীক কারণে বিদেশযাত্রা যোগ আছে। অর্থে শুভ। মনোমালিন্য।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামান্য ঘটনা প্রেমে সমস্যা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা দরকার। অর্থে শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম শুভ। ইতিবাচক ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ে নতুন সুযোগ লাভ হতে পারে। কর্মে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নতুন কাজে উৎসাহ। দাম্পত্য জীবন যথেষ্ট গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে শুভ যোগ বর্তমান। ব্যবসায়ে উন্নতি।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুর অভাব অনুভব করতে পারেন। প্রেমযোগ মিশ্র। আর্থিক যোগে শুভ ফল বর্তমান। কর্মে শুভ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র