কুবি শিক্ষার্থী মেহেদীকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুবি শিক্ষার্থী মেহেদী

কুবি শিক্ষার্থী মেহেদী

তানিন মেহেদী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। এক সপ্তাহের মধ্যে চিকিৎসার জন্য তাকে নিতে হবে ভারতে, দরকার প্রায় দশ লাখ টাকারও বেশি।

২০১৬ তে তানিন মেহেদীর হাঁটুতে টিউমার হয়। ওই সময় অপারেশনও করা হয়। কিন্তু ২০১৮ তে সেই টিউমার আবার দেখা দেয়। তখনই তার ক্যান্সার ধরা পরে।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাকে চিকিৎসার জন্য ভারতে নেয়। মুম্বাইয়ের টাটা হাসপাতালে সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস চিকিৎসা নিয়ে মেহেদী আবার সুস্থ হয়ে ফিরে।

তবে হাঁটুর অপারেশনের কারণে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো তাকে। কয়দিন আগেই দুঃখ ভুলে নতুন উদ্যম নিয়ে বাঁচার স্বপ্ন দেখা তানিনের ক্যান্সার আবারও ধরা পড়েছে। হাঁটুর ক্যান্সার এখন ফুসফুসে।

বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছে তানিন। যা যথেষ্ট না। তাই তাকে ভারতে নিয়ে যেতে হবে খুব দ্রুত। প্রায় ১০ লাখ এর অধিক টাকার দরকার। হাতে সময় টাকা কোনোটাই নেই। আটকে আছে পুরো চিকিৎসা। একটা জীবন আপনাদের হাতে। ছেলেটিকে বাঁচাতে সবার সাহায্য খুব প্রয়োজন।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী মেহেদীকে অর্থ সহায়তা পাঠানোর ঠিকানাঃ
বিকাশ- ০১৬৭৪২৪১০০৪ অথবা ০১৭৬৫৫৬৬৬১৬
নগদ- ০১৭৬৫৫৬৬৬১৬
রকেট- ০১৭৬৫৫৬৬৬১৬২
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- ২৭৩১০৫০৯০৩ ডাচ বাংলা ব্যাংক, ময়নামতি শাখা, কুমিল্লা।