জাবির দুই অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের মার্চ মাস থেকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রবিউল ইসলাম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন করেন। তার প্রেক্ষিতে নতুন করে এ পদে দায়িত্ব পান অধ্যাপক রাশেদা আখতার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রবিউল ইসলাম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন করছেন। এজন্য ১৩ সেপ্টেম্বর থেকে ৮৯ দিনের শিক্ষাছুটিতে আছেন তিনি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ৮(২) ধারা অনুযায়ী উক্ত সময়ের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব প্রদান করা হলো।’

বিজ্ঞাপন

অধ্যাপক রাশেদা আখতার দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।