ধর্ষণের প্রতিবাদে জবি মুক্তমঞ্চ পরিষদের নাট্য পদযাত্রা

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ষণের প্রতিবাদে জবি মুক্তমঞ্চ পরিষদের নাট্য পদযাত্রা

ধর্ষণের প্রতিবাদে জবি মুক্তমঞ্চ পরিষদের নাট্য পদযাত্রা

নিপীড়িত মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ষণ, সকল প্রকার অন্যায়, অনাচারের বিরুদ্ধে ‘নরকের কান্না’ নামক নাট্য পদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এ নাট্য পদযাত্রা শুরু করে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়, তাঁতী বাজার মোড়, বংশাল মোড়, গুলিস্তান মোড়, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, মৎস ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

নাটকে জবি মুক্তমঞ্চ পরিষদের সভাপতি নাঈম রাজ, যুগ্ম সম্পাদক কপোতাক্ষ সিঞ্চি, মাহবুবুর রহমান, সাইফ শাহীন সৌমিক বোস, অর্ক রুদ্র, রেহনুমা নুরেন, তৌফিক মেসবাহসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। নাটকটির নির্দেশনা ও সার্বিক পরিকল্পনায় ছিলেম নাঈম রাজ।