অকালে চলে গেলেন জাবি অধ্যাপক হিমেল বরকত

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ও কবি হিমেল বরকত

অধ্যাপক ও কবি হিমেল বরকত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত (৪২) মারা গেছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, খ্যাতিমান এ কবি ও গবেষক ১৯৭৮ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ও পরবর্তীতে একই বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চোখে ও চৌদিকে, দশ মাতৃক দৃশ্যবলি, প্রান্তভাবনা ইত্যাদি। এছাড়া হিমেল বরকত আরেক গুনি কবি ও সাহিত্যিক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

বিজ্ঞাপন