বাকৃবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

নির্বাচনে সভাপতি পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ২৭৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি ও সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. এনামুল হক ও অধ্যাপক ড. মো. রাকিব হাসান।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক ড. শিরিন আক্তার, মো. মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. শাকিল রানা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক কামরুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক ড. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড.মো. তানভীর রহমান, ড. মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা এবং অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচনে শিক্ষক সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও ‘সোনালী দল ’ এবং ‘নীল দল’ পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ৫৩৩টি ভোটের মধ্যে পড়েছে ৪৫৩টি ভোট। কম্পিউটারাইজড পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় ভোট সম্পন্ন হওয়ার ৩০ মিনিটের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়।