স্টামফোর্ডের জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ‘ফটো ওয়াক’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্টামফোর্ডের জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ফটো ওয়াক

স্টামফোর্ডের জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ফটো ওয়াক

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে। ফটো ওয়াকে অংশ নেওয়া প্রত্যেকেই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্যের অংশগ্রহণে এই ফটো ওয়াক আয়োজন করা হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে ছবি তোলা হয়।

বিজ্ঞাপন

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ সৌরভ, ইয়ামিন মজুমদার ও এইচ এস সাকিব উপস্থিত থেকে শিক্ষার্থীদের বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তাদের নির্দেশনায় স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি এবং ভিডিও ধারণ করা হয়।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, এটা ছিল ভিজ্যুয়াল ক্লাবের চতুর্থ ফটোওয়াক। সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা বাড়াতে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই এবারের আয়োজন করা হয়। খুব শিগগিরই আমরা এই সকল ছবি এবং ভিডিও নিয়ে প্রদর্শনীর আয়োজন করব।

বিজ্ঞাপন

এসময় বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদি ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে ছিল 'ডেড এলিফ্যান্ট ফিল্মস'।