জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নগদের চুক্তি স্বাক্ষর

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নগদের চুক্তি স্বাক্ষর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নগদের চুক্তি স্বাক্ষর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ‘নগদ’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) উপাচার্যের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং ‘নগদ লিমিটেড’ এর পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার রাহেল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বেতন, পরীক্ষার ফিসহ অন্যান্য পরিশোধযোগ্য ফি 'নগদ' এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।

বিজ্ঞাপন

এছাড়া জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (২০২০-২১)-এর পরীক্ষা ফিও 'নগদ' এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং 'নগদ লিমিটেড' এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক এবং নগদের সাথে চুক্তির সমন্বয়ক ড. কাজী নাসির উদ্দিন বলেন, অনলাইন চার্জ আগে থেকে চালু ছিলো শিওর ক্যাশে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান নগদে সকল ফিগুলোতে সর্বোচ্চ ১% হারে ২৫ টাকা ফি কাটবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা চাইলে শিওর ক্যাশ অথবা নগদে দুই ভাবেই টাকা জমা দিতে পারবে।