রাবি উপাচার্যের বাসভবনের পর সিনেট ও প্রশাসন ভবনে ছাত্রলীগের তালা

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনের পর সিনেট ও দুই প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

রোববার (০২ ) দুপুর ২টার দিকে সিনেট ও প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন তারা।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টার দিকে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর ২টায় উপাচার্য বাসভবনের তালা খুলে সিনেট ও প্রশাসন
ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, শিক্ষামন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে এটা স্পষ্ট যে উপাচার্য দুর্নীতির সঙ্গে জড়িত। উনার মেয়াদ ৬ মে পর্যন্ত। শেষ সময়ে এসে বড় ধরনের অনিয়ম করবে বলে জানতে পেরেছি। উপাচার্য যাতে কোন ধরনের প্রশাসনিক কার্যক্রম না করতে পারেন তাই আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আজ সাড়ে দশটায় এফসি মিটিং ছিলো। ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেওয়ায় কমিটির সদস্যার ভিতরে যেতে পারেনি। ফলে সভাটি স্থগিত হয়েছে।