এক সপ্তাহের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারও এক সপ্তাহের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দফতর বন্ধ থাকবে। তবে বর্ণিত সময়ে সকল শিক্ষক-কর্মকর্তা কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

এসময় অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, নিরাপত্তা এবং মেডিকেল সেবা) চালু রাখার পাশাপাশি সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনা পালন করা হবে।

বিজ্ঞাপন