ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

সব জল্পনা-​কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৫ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

বুধবার (৩০ জুন) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমােদন সাপেক্ষে উপ- উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় নিয়োগ বাতিল করতে পারবে।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে মেয়াদ পূর্ণ করেন ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। টানা দুই মেয়াদে এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন