ইউজিসি সদস্যের বিরুদ্ধে চবিতে মানববন্ধন, অবাঞ্ছিত ঘোষণা!

  • কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চবি
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনইউজিসি সদস্যের বিরুদ্ধে চবিতে মানববন্ধন

মানববন্ধনইউজিসি সদস্যের বিরুদ্ধে চবিতে মানববন্ধন

করোনা পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে একদল শিক্ষার্থী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র পক্ষে মানববন্ধনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় তাদের ভাষায় ‘দুর্নীতিবাজ প্রফেসর ড. মো. আবু তাহেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা’র কথা জানিয়ে বলেন, ‘চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়ে প্রফেসর তাহেরের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।’

উল্লেখ্য, চবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আবু তাহের ডেপুটেশনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জীবন বিমা করপোরেশনের সরকার মনোনীত পরিচালক। এর আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন